News Details

মাভাবিপ্রবিতে সেলফ অ্যাসেসমেন্ট বিষয়ক কর্মশালা

 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC) এর আওতায় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির উদ্যোগে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মিলনায়তনে টিম বিল্ডিং ফর সেলফ অ্যাসেসমেন্ট এক্টিভিটিস বিষয়ক প্রথম এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোহাম্মদ শাহিন উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোষ্ট ড. মোঃ ইকবাল মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইকিউএসি এর পরিচালক ড. মোঃ সিরাজুল ইসলাম এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. মহিউদ্দিন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও আইকিউএসি সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান বক্তা ছিলেন অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি বাংলাদেশ এর আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক ফারহীন হাসান।

এ সময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রোকুনুজ্জামান, মাহবুবুর রহমান, প্রীতি সরকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালা সঞ্চালনা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এ.কে.এম. আয়াতুল্লাহ হোসনে আসিফ।

কর্মশালায় উচ্চ শিক্ষার মানোন্নয়নসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Dept. of Textile Engineering| 09 Aug - 17 | News|